পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দাড়ি নিয়ে যাত্রার নারদ মুনি একতারা বাজিয়ে সভার মধ্যিখানে হরিবোল হরিবোল বলে নাচ শেষ করলেন, আর অমনি উপর থেকে মেয়ের খই বাতাসা ছড়াতে আরম্ভ করলে। একটা বাতাসা সোনার কোলে এসে পড়ল, সে সেটি গালে দিয়ে চুপ করে যাত্রা দেখতে লাগল। আঙটি পাঙটি যাত্রা কখনো দেখেনি, হা করে বসে রইল, আর সোনা অনেকবার যাত্র দেখেছে তার একটুও ভালো লাগল না, বাতাসা চুষতে-চুষতে ঘুমিয়ে পড়ল। বাতাসাগলে যেমন গলার মধ্যে গেছে, অমনি বাতাসে সোনার গাল ফুটে বেলুনের মতো ফুলে উঠেছে আর অমনি সে আবার উড়তে আরম্ভ করেছে। واوان