পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারে কিন্তু গণেশ তো তার মধ্যে ইচ্ছে করে না সেঁধোলে জোর করে ঢোকানো যায় না ! চারদিকে দেখতে-দেখতে কোণে ঠেসানো চিংড়ি-মাছ-ধরা কুঁড়োজালিটার দিকে রিদয়ের চোখ পড়ল। . তখন গণেশ সিন্দুকের উপরে নেমে, উপরের দু'হাতে তুড়ি দিয়ে, নিচের দু'হাতে ঢোলে চাটি মেরে, ইকুরের সঙ্গে-সঙ্গে ঢোল বাজিয়ে নৃত্য করছেন। রিদয় সা-করে কুঁড়োজালি যেমন চাপ দেওয়া অমনি গণেশ তার মধ্যে আটকা পড়ে যাওয়া ! ইছরটা টপ করে লাফিয়ে কুলুঙ্গির উপরে একেবারে সিংহাসনের তলায় যেমন ঢুকেছে, অমনি মাটির সিংহাসন তুম করে উল্টে চুরমার হয়ে গেল। ইদুর ভয় পেয়ে ল্যাজ তুলে কোথায় যে দৌড় দিলে তার ঠিক নেই! গণেশ জালের মধ্যে মাথা নিচু করে দু-পা আকাশে ছুড়তে লাগলেন আর বলতে থাকলেন – ছেড়ে দে, ছেড়ে দে বলছি ? কিন্তু দাতে-শু ড়ে-ঢোলকে-জালে এমনি জড়িয়ে গেছেন যে গণেশের নড়বার সাধ্যি নেই। তালের মুটির মতো জালের মধ্যে আটকা পড়ে গণেশ হাপাতে-হাপাতে মা-দুর্গাকে স্মরণ করতে লাগলেন ; সেই সময় ষ্টতুর অন্ধকারে আস্তে আস্তে এসে কটাস-করে রিদয়ের পায়ে এমনি দাত বসিয়ে দিলে যে যন্ত্রণায় সে ছটফট করতে লাগল । রিদয় জাল ফেলে পায়ে হাত বুলোচ্ছে এমন সময় গণেশ শুড়েদাতে জাল কেটে বেরিয়ে নিজমূর্তি ধরলেন : মার-মার ঘের-ঘার হান-হান হাকিছে, হুপ-হপ দুপ-দাপ আশ-পাশ বাকিছে! অট্ট-অট ঘট-ঘট ঘোর হাস হাসিছে, হুম-হাম খুম-খাম ভীম শব্দ ভাসিছে ! উধ্ব বাহু যেন রাহু চন্দ্র সূর্য পাড়িছে, লম্ফ-ঝক্ষ ভূমিকম্প নাগ-দন্ত লাড়িছে। পদ ঘায় ঠায়-ঠায় জোড়া লাথি ছুটিছে, খণ্ড-খণ্ড লণ্ড-ভণ্ড বিফুলিঙ্গ উঠিছে! Sbro