পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হুল-থুল কুল-কুল ব্রহ্মডিম্ব ফুটিছে, ভস্মশেষ হৈল দেশ রেণুরেণু উড়িছে। দেখতে-দেখতে চালে গিয়ে গণেশের মাথা ঠেকল। তিনি দাত কর্তৃ-মড় করে বললেন –এতবড়ো আস্পর্ধা। —ব্রাহ্মণ আমি, আমার গায়ে চিংড়ি-মাছের জাল ছোয়ানো যেমন ছোটোলোক তুই, •তেমনি ছোটো বুড়ো-আংলা.যক হয়ে থাক ? বলেই গণেশ শুড়ের ঝাপটায় রিদয়কে সাত-হাত দূরে ঠেলে ফেলে ভূস করে চণ্ডীমণ্ডপের চাল ফুড়ে অন্তর্ধান হলেন । রিদয় একদিকের দেয়ালে মাথা ঠুকে ঘুরে পড়ল আর দেখতেদেখতে তার কপাল ফুলে বেল হল। সে বিষম ভয় পেয়ে তাড়াতাড়ি মাথায় হাত বুলোতে-বুলোতে উঠে দেখলে –কেউ কোথাও নেই, মেঝেতে ভাঙা-গণেশের একরাশ রাঙা-মাটি ছড়ানো কুয়েছে। গণেশ ভেঙেছে দেখলে বাবা আর তাকে আস্ত রাখবেন না ভেবে রিদয় মাটিগুলো কুড়িয়ে সিন্দুকের পাশে লুকিয়ে রাখতে গিয়ে দেখে সিন্দুকট এত বড়ো হয়ে গেছে আর সে এত ছোটো হয়ে গেছে যে অনায়াসে সিন্দুকের তলায় সে গলে গেল ! মাথার উপর কড়িকাঠের মতো সিন্দুকের তলাকার তক্তাগুলো, তার থেকে আরশোলা ঝুলছে। একটা আরশোল্লা শুড় উচিয়ে তাকে তেড়ে এল। রিদয় ভাবছে তখনো সে বড়োই আছে; যেমন আরশোলাকে মারতে যাবে, অমনি সেটা উড়ে এসে এক ডানার ঝাপটায় তাকে উল্টে ফেলে বললে –‘ফের চালাকি করবি তে কামড়ে দেব! এখন তুই ছোটো হয়ে গেছিস মনে নেই ? আগের মতো আর বাহাতুরি চলবে না বলছি ? রিদয় ভয়ে তাড়াতাড়ি সিন্দুকের তলা থেকে বেরিয়ে নিজের তক্তায় উঠতে গিয়ে দেখে তক্তার খুরোটা তার মাথার থেকে অনেক উচুতে উঠে গেছে। তখন রিদয় বুঝলে গণেশের শাপে সে বুড়োআঙুলের মতো ভয়ানক ছোটাে হয়ে একেবারে বুড়ো-আংলা হয়ে পড়েছে! রিদয় প্রথমটা ভাবল সে স্বপন দেখছে, কিন্তু তিন-চারবার "ליל צ