পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চকা হাকলে –‘নেমে পড় কার্সিয়ং ? হাসরা অমনি মেঘের মধ্যে দিয়ে নামতে শুরু করলে। রিদয় দেখলে, মেঘের মধ্যেটায় খোলা আকাশের চেয়ে কম ঠাণ্ড, যেন পাতলা তুলোর বালাপোষ গায়ে দিয়েছে। হাসের নামতে-নামতে একটা বাড়ির ছাতে এসে বসল। বাড়ির বাইরে কেউ নেই, কুয়াশার ভয়ে সবাই ঘরে কাচ বন্ধ করে বসেছে, বাইরে কেবল গালফুলো একটুখানি একটা পাহাড়ি ছোড়া আগুন জেলে কচি ছেলের একজোড়া পশমের মোজা তাতিয়ে নিচ্ছে, আর সেই সঙ্গে নিজের হাত-পাগুলোও একটু সেঁকে নিচ্ছে, এমন সময় ঘর থেকে বাড়ির গিল্লি ডাক দিলেন –টুকনী ! ছেলেট তাড়াতাড়ি হাতের মোজা জোড়া মাটিতে ফেলে দৌড় দিলে, চকা অমনি ছে দিয়ে মোজাটা নিয়ে রিদয়কে দিয়ে বললে— পরে ফেল উলের জামা ? রিদয় মোজাটা মাথায় গলিয়ে ছেড়া মোজার তিনটে ছেদা দিয়ে হাত আর মাথা বার করে ফিট হয়ে যেন সোয়েটার পরে দাড়াল। হাসের দল তাকে পিঠে নিয়ে আকাশে উঠল –টুকনী ছোড়াটা নিচে দাড়িয়ে চেঁচাতে লাগল –‘আরে-আরে হাস মোজা লেকে ভাগ৷ ” 旁 রিদয় শুনলে গিন্নি চেঁচাচ্ছেন –“হাসে কখনো মোজা নেয় ? নিশ্চয় মোজাট পুড়িয়ে রেখে মিছে কথা বলছে ! ফের বুটবাত বোলতা ? টুকনীর মোজ-পোড়ানোর মামলার শেষ কী হল দেখবার আর সময় হল না । মেঘ তখন মুঘল ধারায় জল ঢালতে আরম্ভ করেছে হাসের তাড়াতাড়ি মেঘ ছাড়িয়ে উঠতে চেষ্টা করতে লাগল আর বন-জঙ্গলকে ডেকে বলতে লাগল —‘কত জল আর চাই বল, তেষ্ট যে মেটে না দেখি, মেটে না দেখি ? কিন্তু দেখতে-দেখতে আকাশ নীল মেঘে ছেয়ে গেল, সূর্য কোপ্পায় কোনদিকে তার ঠিক নেই, হাসেদের ডানার উপরে বিষ্টি ক্রমাগত চাবুকের মতো পড়ছে, २¢०