পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করলেন ; সব দেবতা নেমস্তয় পেলেন । সতীর বোনেরা গয়নাগাটি পরে পালকি চড়ে শিবের বাড়ির সামনে দিয়ে ঝমর-ঝমর করতে-করতে বাপের বাড়ি মাছের মুড়ে খেতে চলল দেখে সতীর চোখে জল এল। দুঃখী বলে বাবা তাদের নেমস্তন্ন পাঠান নি ! সতী বোনেদের পালকির কাছে গিয়ে দিদির গলা ধরে কেঁদে বললেন : : অশ্বিনীদিদি b আমারে ছখিনী দেখিয়া পিতে অবজ্ঞা করিয়া যজ্ঞে আজ্ঞা না করিলেন যেতে, নিজ বাপ নহে অন্ত শুনে হৃদে এই ক্ষুন্ন আমা ভিন্ন নেমস্তন্ন করেছেন এই ত্রিজগতে । অশ্বিনীদিদি আঁচলে সতীর চোখের জল মুছিয়ে বললেন—“তুই চল না। বাপের বাড়ি যাবি তার আবার নেমস্তন্ন কিসের ? আয় আমার এই পালকিতে।” সতী ঘাড় নেড়ে বললেন– ‘না ভাই– তিনি রাগ করবেন ? তবে তুই তাকে বুঝিয়ে-মুঝিয়ে পরে আয়' —বলে সতীর দিদিরা— চতুর্দোলে সবে চড়ি চলিলেন হরষে হেথায় শংকরী ধেয়ে করপুটে দাণ্ডাইয়ে চরণে প্রণতি হয়ে কহিলেন গিরিশে আমি বাপের বাড়ি যাব। শিব বললেন – সতী তুমি যেতে চাচ্ছ বটে, পাঠাইতে না হয় ইচ্ছা দক্ষের নিকটে । আমাদের শ্বশুর জামায়ে কেমন ভাব শোনো ২৬৫