পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রসূতির বাক্যে শিব সলজ হইল, রাজ্যসহ দক্ষরাজে বাচাইয়া দিল । খুড়ে মুণ্ড নাহি দক্ষ দেখিতে না পায়, উঠে পড়ে ফিরে ঘুরে কবন্ধের প্রায় – কন্দ-কাটা দক্ষের তুর্গতি দেখে ভূতেরা সব হাসতে লাগল, তখন শিবের হাতের কাছে ছিল পাহাড়ি একটা রামছাগল দড়ি দিয়ে হাড়-কাঠে বাধা । তিনি সেইটে নন্দীকে দেখিয়ে দিলেন। নন্দী তার মুড়োটা কেটে দক্ষের কাধে জুড়ে দিয়ে দক্ষ প্রজাপতির ডান ছুটে কেটে নিয়ে চলে গেল, শিব সতীদেহ নিয়ে কাদতেকাদতে কৈলাসে গেলেন । এর পরে আরও কথা আছে, কিন্তু এইখানেই দক্ষযজ্ঞ শেষ - হরি হরি বল সবে পালা হৈল সায় – বলে রিদয় চুপ করল। রামছাগল ফ্যাল-ফ্যাল করে তাকালে, খানিক চেয়ে থেকে বললে –‘ফুঃ, এমন আজগুবি কথা তো কখনো শুনিনি। বুড়ে হয়ে শিং ক্ষয়ে গেল, এমন কথা তো কোনোদিন শুনলেম না যে প্রজাপতির মাথা হয় রামছাগলের মতো আর পাহাড়গুলোর গজায় ডানা ? রামছাগল ছেলেদের বললেন : ওসব বাজে কথায় বিশ্বাস কোরো না, বড়ো হয়ে মধুর সন্ধানে পেটের দায়ে তোমরা জানি দেশ-বিদেশে যাবে, এমন অনেক বাজে গল্পও তোমাদের এই দেশের পাহাড়-পর্বত নদ-নদীর নামে শুনতে পাবে। কেউ বলবে তোমার দেশ মন্দ, কেউ বলবে মন্দ নয়, কিন্তু মনে রেখো, এই হিমালয়ের জলে বাতাসে তোমরা মানুষ, ভগবান তোমাদের জন্তে সব চেয়ে ভালো, সব চেয়ে চমৎকার বাড়ি দিয়েছেন। এই কথাটি সর্বদা মনে রেখো, কোনোদিন ভুলো না যে পৃথিবীর সেরা হচ্ছে এই হিমালয়, আর সেইটে ভগবান দিয়েছেন র্তার কালে ছেলেদের। এই পাথরের সিড়ি এতকালের পুরোনে। २१०