পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যে তার ঠিক-ঠিকান নেই। আগে এটা, তারপর গাছ-পালা, জন্তু-জানোয়ার স্থষ্টি হয়েছে। পাখির ছানাগুলো জন্মাবার আগে যেমন তাদের বাসা তৈরি হয়ে থাকে, মানুষদের, জানোয়ারদের জন্মাবার আগে তেমনি জগৎমাতা আর বিশ্বপিতা তাদের জন্তে এই চমৎকার হিমালয় আর সমুদ্র পর্যন্ত গেছে যে পাচ ধাপ পাথরের সিড়ি, তা প্রস্তুত করিয়েছিলেন। জীব-জন্তুর জন্মে যাতে আরামে থাকে, কষ্ট না পায় সেই জন্তে চমৎকার করে পাথর দিয়ে দালান রক অমনি সব নানা ঘর নানা বাড়ি তারা সুন্দর করে বঁধিয়ে দিলেন । কিন্তু কত কালের এই বাড়ি, একে পরিষ্কার রাখা, মেরামতে রাখা, যার জন্মাতে লাগল তাদের তো সাধ্য হল না, এককালের নতুন বাড়ি পাথরের সিড়ি সব ভেঙে ফেটে পড়তে লাগল, বর্ষায় এখানে-ওখানে সোত লাগল, শেওলা গজাল, হাওয়াতে ধুলো-মাটি এসে ধাপগুলোতে জমা হতে থাকল, ঝড়ে ভূমিকম্পে বড়ো-বড়ো পাথর খসে-খসে এখানে-ওখানে পড়ল,এখানটা ধ্বসে গেল, সেখানট বসে গেল, ওটা ভেঙে পড়ল, সেটা বেঁকে রইল, এইভাবে কালেকালে ধাপগুলোর উপরের তলায় মাটি তাকে ধুয়ে নিচের তলায় নামতে লাগল ; আর ধাপে-ধাপে সেখানে যেমন মাটি পেলে নানা জাতের গাছপালা বন-জঙ্গল দেখা দিলে। উপর-তলার মাটি ধুয়ে গেছে সেখানে কাকর আর মুড়িই বেশি, তার পরের ধাপে জ: মাটি আছে সেখানে অল্পসল্প চাষবাস চলেছে দেখো, খুব ছোটো-ছোটে খেত, ছোটো গ্রাম। মাঝের ধাপে অনেকটা মাটি জমা হয়েছে। সেখানে দেখো দাৰ্জিলিঙ শহর বাড়ি-ঘর বাজার চা-বাগান । কোম্পানির বাগান সব বসে গেছে, উপর-তলার মতো অতটা ঠাণ্ডাও নয়, কাজেই সেখানে নানা গাছ ঝাউ বাদাম আখরোট পিচ পদম সব তেজ করেছে। নানা ফুলও সেখানে । কিন্তু হিমালয়ের সব নিচের ধাপে যত কি ছু ভালো মাটি এসে জমা হয়েছে জলে ধুয়ে একেবারে সমুজের ধার পর্যন্ত, সেখানে ফল מרא