পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আহার সেরে উঠবেন, না হলে ব্যাঘাত হতে পারে। আপনার আসন গ্রহণ করুন আমি এখানে দাড়িয়ে আসন-বন্ধন মন্ত্রটি পাঠ করছি। রিদয় আর হাসের খেতে বসে গেল। জুম্বা মন্ত্র পাঠ করতে লাগল – মেষ চর্মের আসন তোরে করিরে পেন্‌নাম আমার এই কার্যে তুই হরে সাবধান। কামিখ্যার বরে তোরে করিলাম বন্ধন এ কার্যে যেন তুই না হোস লঙ্ঘন । হাসেদের অর্ধেক খাওয়া হয়েছে এমন সময় দূরে ফেউ ডাকল । চুম্বা মস্তর জপতে-জপতে বললে –‘ওই শুনছেন তো এরা আসছেন, এরি মধ্যে খবর হয়ে গেছে। ব্যাঘাত হল চটপট খেয়ে নিন’ বলেই চুম্বা তাড়াতাড়ি মন্তর পড়তে লাগল : লাগ-লাগ ফেরুপালের দন্তের কপাটি কোনো ভূতে করিতে নারিবে আমার ক্ষতি শীঘ্রি লাগ শীগ্রি লাগ । মস্তরের চোটে কেউ ঘরে ঢুকতে সাহস পেলে না বটে কিন্তু বাইরে চারদিকে ফেরুপাল চিৎকার করে কানে তালা ধরিয়ে দিতে লাগল –‘হুয়া-হুয়া, খাওয়া হুয়া, হুয়া খাওয়া, হুয়া খাওয়া । রিদয় বললে –‘এত গোল করে কে ? রিদয়ের কথা তখন • আর কে শোনে ? তখন তুম্বা ‘ব্যেস্থাৎ-ব্যেঘাৎ বলে চেঁচাচ্ছে আর ঘরের মাঝে ছুটোছুটি করে বেড়াচ্ছে, যেন সর্বনাশ হচ্ছে। রিদয় হুম্বার রকম দেখে চেচিয়ে বললে –‘আরে মশায় ব্যাপারটা কী খুলে বলুন না, অত বুক চাপড়ে ছুটোছুটি করচেন কেন ? “ఏన