পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিয়ে বুড়ে মানুষের পাজরের হাড়গুলোর মতো ভিতরের চাচ আর খোটাখুটি বেরিয়ে পড়েছে, দরজার একটা বাপ খুলে মাটিতে শুয়ে পড়েছে, আর একটা পচা দড়ি ধরে পড়ো-পড়ে হয়ে এখনো ঝুলে রয়েছে ! চালের খড় এখানে-ওখানে উড়ে গিয়ে ভিতর থেকে ঘুর্ণ-ধর বঁাশের আড়া ছ-চারটে ফোগলা দাতের মতো দেখা যাচ্ছে । তিন পথিকের পায়ের শব্দ পেয়ে গোয়ালের মধ্যে থেকে বুদি ভাবলে গয়লাবুড়ি তার জাব নিয়ে এল –সে দরজা থেকে মুখটা বাড়িয়ে এদিক-ওদিক দেখে বললে –‘মাগোঃ মাঃ, রাত হল আজ কি খেতে দিবিনে ? খটাস, রিদয় আর নেউল বুদির কথার উত্তর দিলে –‘তিন পথিক মোরা, রাতের মতো জায়গা মিলবে কি ? বুদি মাথা হেলিয়ে কেবলি শুধাতে লাগল –‘কেগাঃ কে ? রিদয় বললে –‘আমি আমতলির র্তাতির পুত্তর শাপভ্রষ্ট বুড়োআংলা দেশভ্রমণে বেরিয়েছি।” ‘বুদি নেউলের দিকে শিং হেলিয়ে বললে –‘ইনি ? ‘নেউলপুত্তর ইনিও বেরিয়েছেন মৃগয়া করতে।' খটাসের দিকে চোখ, ফিরিয়ে বুদি রিদয়কে শুধালে –‘আর ইনি কে ? ইনি হচ্ছেন খটাসের পুত্তর, দ্বিগ্বিজয়ে বেরিয়েছেন।” বুদি গোয়ালের ছয়োর ছেড়ে একপাশ হল, তিন বন্ধুতে বাদলার রাতে গোয়ালে আশ্রয় নিয়ে রাত কাটাবার যোগাড় করতে চলেছেন, বুদিগাই লেজ নেড়ে বললে –‘আর জন্মে কত তপিন্তি করেছি, তাই কাঙালিনীর ঘরে রাজপুকুর, পাত্তরের পুত্তর আর uকাটালের পুত্তরের পা পড়ল। রিদয় খুশি হয়ে বুদির ঘাড়টা একটু চুলকে দিলে, তারপর খড়ের গাদায় শুয়ে তিন বন্ধুতে চোখ বুজলে। এদিকে বুদিগাই সারাদিন জাব পায়নি, সে পেটের জালায় কেবলি উসখুস করছে —‘ওমঃ মাগো, কোথায় গেলে আজ কি 'L'Eb”