পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাটে গেছেন, ওবেলা এস —এখন কিছু হবে না। রিদয় পাক৷ ভিখিরী, সহজে ছাড়বে কেন, গান শুরু করলে : বাসনা করায় মন পাই কুবেরের ধন সদা করি বিতরণ তুমি যত আশ না আস তাই আরো চাই ইন্দ্রের ঐশ্বর্য পাই ক্ষুধা মাত্র সুধা খাই মরি-মরি ফাস না ফাসন কেবল রৈল বাসন পূরণ নৈল লাভে হতে লাভ হৈল লোকে মিথ্যা ভাসনা! কাঠবেড়ালি গিন্নী এতেও সাড়া দেয় না, রিদয় এবারে হিন্দী গান ধরলে ; ধুম বড ধুম কিয়া খানে জোনে নাহি দিয়া চন্থয়াব ঘেরলিয়। ফোজ কি গিতাপয়া ! আরে চন্থয়ার, আরে চন্থয়ার ! এক থোকা শিরীষ-ফুলের তলায় দাড়িয়ে বুড়ো-আংলা পেট বাজিয়ে গাইছে, এমন সময় মনে হল তার কোমরেল কাপড় ধরে কে টান দিচ্ছে, রিদয় ফিরে দেখতেই একটা কাক খাও’ বলে তার ঠোট আর ডান হাতটা চেপে ধরলে, অমনি আর একটা কাক, তারপর আর একটা আর একটা এসে রিদয়কে ছো দিয়ে উড়িয়ে নিয়ে চলল। ডোম-কাকের দল রিদয়কে চোখে-মুখে কিছু দেখতে দিচ্ছে না –‘যক-যকা’ বলে এর মুখ থেকে ও, তার মুখ থেকে সে, এমনি রিদয়কে ফুটবলের মতো ছুড়ে দিতে-দিতে.দল বেঁধে গোলমাল করতে-করতে চলছে দেখে বুদি গাই ওমা-ওমা করে চেঁচাতে-চেঁচাতে লেজ তুলে ছুটোছুটি করতে লাগল। ইচ্ছেটা কাকগুলোকে শিং দিয়ে গোতায়, কিন্তু তারা আকাশে সে বেচার। ○8○