পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদ্যনাথ বলেন, কী না হয় মায়ের কৃপাতে, মাছে কয় কথা, শুনতে পায় কালাতে। যা হোক ঐ সব দৈব বলতে মানা যার-তার কাঁছে, বুঝেছ কুস্তির মা । কুস্তির মা বলে, কুস্তি আমার আত শত বোঝে না। আদ্যনাথ বলেন, তা বললে কী চলে ? শ্রীমস্তের বাপের মশান হয়েছিল সিংহলে কমলে-কামিনী দেখার কথা বলে – সেটা জানা আছে । কুস্তি যে কালা সে কালাই রইল। কুস্তির মার কাছে হিমী, বামী শৈল শুনলে কমলে-কামিনী পুকুরের মাঝে উঠছে আর গিলছে জলহস্তী। রাষ্ট্র হল কথাটা বাজার-বস্তি লোকের আনাগোনায় হঁাটাপথ মঠের দিকে অল্পদিনে প্রস্তুত হল ভিন বিতস্তি । ইতিমধ্যে খুন্তির মেলা বসাতে দেয়ানের বাসাতে পাজী হাতে আদ্যনাথের উদয় । দেয়ান কইলেন, আর দেরী নয়, আগামী ভূত-চতুর্দশী উপযুক্ত সময়। তেল পিছম ইত্যাদির খরচ সৈষ্টবের কারণ ছেংছন করলেন স্বয়ং ভৈরব দেয়ান মহাশয়। 9ፃ8