পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুটোটি এদিক ওদিক হত না যে স্থপুলিয়ায় সেখানে রোজই হারায় এটা-ওটা। গালা-মোহর করতে মুহরী পায় না বাতির টােটা। বলে, এই ছিল মশায়, এই নেই। দপ্তর দেখে, খুরিস্বদ্ধ উধাও লেই। দেয়ানজীর ধমকের চোটে চাকর-নক্ষর কারেী মনে মুখ নেই। বাটি-চালা ডাকে, ঘটি-চালা ডাকে, পয়সা চলে, কড়ি চলে ধরতে চোরটাকে । চাল-পড়া খেয়ে শুধু নিজেদেরই গল। শুকোয়, জিভ হয় মোট । সেই সময় কাছারি বাড়ি ফাটালে চীৎকারে রামস্থলুলী – চানের বেলায় চুরি গেছে তার হাপানির মাছলি । দপ্তরীর হুবুদ্ধি হল, বললে—কেন চেঁচাস, শিষের মাছলি গেছে যাক —গলায় বেঁধে রাখ একটা কালী-ছোপা চুনের পুটুলি। এই না, হাপাতে হাপাতে দাড়িয়ে আঙিনাতে শাপ-শাপস্তি মুরু করলে রামস্থলুলী— "মরুক মরুক কেকো মরুক মাথার কেশ উকুনে কুরুক ঘুমিয়ে জেগে ঘুরুক মাথা বুকে ঠেলা দিক আগুনি ভাট। বল কে খেলি জনায়ের মাছলি বার কর হেঁচে-হেঁচে হিকে তুলি। নয়তো মর হেসে হেসে, খেতে খেতে শুতে শুতে, বসতে, হাটতে, দাড়াতে উঠে । মরুক না মরুক হাপ তো ধরুক ! আমার মান্থলি বন্দুকের গুলি গুলগুলি হয়ে গলায় ফুটুক —’ কারকুন বলে, রামস্থলুলী হও শাস্ত। রাজবাড়ির মধ্যে শাপশাপত্তি কর কেন ? —আর কেন ? লাঠি ঠুকে উঠা যেন নেচে ডাইনী বুড়ি রামছুলুলী –চলল ছড়া কেটে – Վ)Պե