পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এক বাদোশাবাবু বললেন—দাদামশা, ভূতপত্রীর দেশ দেখা শেষ করে কোথায় গেলে ? —গেলেম একটা জায়গায়। –কিসে গেলে ? পালকিতে ? -नीं । —রেলগাড়িতে ? -- না । —পায়ে হেঁটে ? ཕ་ལས་མ་ཐ༑t !, —ইৈিসারে ? মটোরে ? উড়োজাহাজে ? ---न । —তবে ? —শোন বলি— জলপথ স্থলপথ আকাশপথ এই তো তিনটা জলেতে চলি সাতার কাটি, থলেতে চলি ধরে লাঠি আকাশ পথে স্বপ্নে হাটি তবু ছাড়ে না বিপদ আপদ সঙ্গে লেগে আছেই কোথাও একটা যাবার চিন্তা । কোথা যাই, কিসে যাই এই ভাবচি সারা দিনটা । —একটা কাঠের ঘোড়া কিনে বেরিয়ে পড়লে না কেন দাদামশা, কিম্বা মশার পিঠে চড়ে ? { —গিয়েছিলেম মশার পিঠে চাপতে, সেটা বললে— তোমার এই গজগিরি দেহ গুরুভার সাধ্য cनई বহা ক্ষুদ্র মশার wobr6.