পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—চুপি-চুপি বলনাকানে কানে—আমি কাউকে বলব না। লাল কাপড় ঢাকা দিয়ে বাটির মধ্যে কী ? —‘বলবার জো নেই। সে যে কী তা আমিই জানি তোমার ঠানদিদিও জানেন–কিন্তু বলবে না ? —বিলবে না কেন ? —মস্তর ফাশ হয়েছে কি ঠাকুরদাদাতে ঠানদিদিতে চটচটি হয়ে যাবে—শুধিয়ে দেখ ? —বিলবে না ? —“কিছুতে না ? —“শুভ-দিষ্টির ইনজিরি কী ? —‘Holy Look’ — “এখুনি দেখছি ডিকসেনারি ? — যিশু, খুজে বার করতে করতে দেখবে তার আগেই হয়ে গেছে তোমার শুভদিষ্টি ’ —“তারপর কী ? তারপর ভাই পেটে ধরেছে খিদের জ্বালা সামনে ভাত বেড়ে দিয়েছে একথালা খিদে বলে আর কোথা যান গরাস তুলে মেলাতে মুখখান চেপে ধরল একহাত শালা বলে ‘খড়কি আগায় লও ভ্রাণ? পিছন থেকে কে মলে দিলে কান ফিরে দেখলাম তোমার ঠানদিদির ঠানদিদি নিয়ে পালালেন ভীতের থালা আমার কানে ধরিয়ে জ্বালা তার উপরে হাসি টিটকিরিতে কাণ ঝালাপাল । \రివెన్స్ట్ర स्व. ७ग्न-२७