পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—আর নেই দেখ খালি ঠোঙা। অমনি কী হলো বল না। —যেমন পয়সাটি ফেলা ডালমুটে, অমনি কোথা ছিল কাক, টপ করে পয়সাটি তুলে নিল। ডালকুত্তো –ওউ বউ —ডেকে ঘটে। লাফ দিয়ে ডিগবীজী খেয়ে মাটিতে পড়েই উঠে দৌড় ! ডালমুটে তখন কাকের দিকে চেয়ে বললে—এ ক্যা কিয়া যমরাজ ধরমরাজ তো খপ্ত হোগা ! কাক, ক্যা, বলে পয়সাটা গাছের তলায় ফেলে দিলে। ডালমুটে খুটে থেকে একচিমটি চাল গাছের তলায় ছড়িয়ে দিয়ে পয়সাটি মাথায় ঠেকিয়ে কোমরে গুজে চলে গেল ডালকুত্তে যেদিকে গেছে —যমরাজ ক্যা কিয়া ধরমরাজ খপ্ত হোগা বলতে বলতে । ডালের থলি যেখানকার সেখানে লাঠি হাতে পাচিলে বসে রইল । আমার কী মনে হল, থলিটাকে পাচিল থেকে উল্টে ফেলে দিই। যেমন মনে হওয়া অমান কাজ। লাঠি সুদ্ধ হুমড়ি খেয়ে পড়ল চটের থলি দুপ করে খানিক ধুলে উড়িয়ে, খানিক ডাল ছড়িয়ে মুখ গুজড়ে। কাকটা বাসা বাধছিল, ক্যা ক্যা বলে উড়ে পালাল । সেই সময় পাচিলের ওপারে শুনলেম, ডালমুটে বলছে—আর এ ক্যা? শুনে আমি চো চা চম্পট খড়খড়ির ঘরে দোতালায়। খড়খড়ি খোলবার সাহস নেই, কান পেতে শুনছি ডালমুটে বলছে—এ যমরাজ এ ক্যা কিয়া, ধরমরাজ খাপ্পী হুয়া, বহুত মাল নোকসান । ক্যা জানে আওর ক্যা হোনেক স্থায়, বলে সে চলে গেল কি পুলিশ ডাকতে গেল জানিনে। যমরাজের ঘাড়ে দোষ পড়েছে শুনে আমি ভয় থেকে রেয়াৎ পেয়ে সেই যে সরলুম, ডালমুটের দিকে আর মাড়াইনে খড়খড়িও খুলিনে পুলিশের ভয়ে । —ডালের থলিট ফেলতে গেলে কেন দাদামশায় ? —আরে কী জানি ভাই, থলিট বসে আছে উচুতে, তাকে যে বয়ে বেড়ায় সে বসে আছে নীচুতে দেখে সটাকে ঠেলে ফেলে দিতে আমার হাত নিসপিস করত। —তুমি তখন কত বড়ো ছিলে ? 8 so