পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—“আজ্ঞে দেড় সের হুবেল।’ —“গোবৰ্দ্ধন দেখত খাতা ? গোবৰ্দ্ধন খাত ধরে দিলে কিছু না বলে । —যাও ছোটোবাবা তুমি খালাস-লেখা খুব ভালো হয়েছে।’ श्रांभि ८मोछु । —“তারপর দাদামশায়, রামলালের কী হল ? —“তা দেখবার ইচ্ছেও হলনা, সময়ও হুলনা । বৈকেলে দেখি স্থধের বাটিতে পুরু সর—‘ও রামলাল আমি সর খাইনে যে ’ —‘হুকুম হয়েছে ঘন দুধ খাওয়াতে যোগেশ মজুমদারের। —‘সর তুলে নাও।” —‘এক দিক ভেঙে চুমুক দাওনা-চুধ আছে তলায় ? চুমুক দিই দুধের গন্ধ পাই দুধ পাইনে। —‘এ কী হল ? দুধ কোথা গেল ? —‘কুধ ঘন করতে করতে মরে গেছে —সরটা খেয়ে ফেল।’ —‘ন কাল থেকে বলক ফুধই দিও।' –তাই হবে কিন্তু মজুমদার মশায় আর না টের পায়, আমার তা হলে তোমার চাকরি করা চলবেন ? —‘কোথায় যাবে রামলাল ? —“জবাব হলে আর কোথায় যাব ?—বৰ্দ্ধমানে দেশে চলে যাব ।’ —“তা হলে সীতে ভোগ এনে দেবে কে ? —“তবে আর নালিশ করন ফুধের ।” —‘করি তো আমার নাম নয়—শ্রীঅবনীন্দ্রনাথ । $Yo