পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাচ —‘অবাক জলপান খেয়েছ কখন দাদামশায় ? —‘না খাইনি, গল্প শুনতে বসলেই তোমার খাবারের কথা মনে পড়ে কেন বলত বাদোশাবাবু ? —মনে পড়লেই বা দোষ কি ? —‘ওতে করে গল্প শোনার ক্ষিদে মরে যায়।’ —‘গল্প বলবার ক্ষিদে ? —আর বেড়ে যায় ; কই দেখি একটু অবাক-জলপান দাওতে চাখি । —‘সে এখানে পাওয়া যায়ন ? —“তবে ? —তোমাকে লোভ দেখালুম! —‘আরে কী মুস্কিল, কোথায় পাওয়া যায় বলন, আনাই কাউকে দিয়ে ? —সে কেউ আনতে পারবেন, এদিকে আসেন সে ? —তবে কোন দিকে ? —সে অনেক দূরে—মামাবাড়ির দিকে ? —‘যাওয়া যায়না সেখানে ? —‘যাবেন কেন ? মটোরে গেলে দুটাকার তেল পুড়বে, ট্রামে গেলে দু'আন, বাসে গেলেও তাই অথচ –জিনিষটার দাম এক পয়সাও নয় ? —“কেমন করে জানলে ? —‘আমিতে অমনি খেয়ে এলেম মামার বাড়িতে, পকেটেও নিয়ে এলেম একথাবা—দাম তো চাইলে না কেউ ? —“দেখি তো পকেট । 8}}