পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—দিয়ে নিলে যে কালিঘাটের কুকুর হয় —আচ্ছা কানাকড়ি একটা —আমি জানি সে ভয়ানক শক্ত পাওয়া ! —আচ্ছ, কাফুলীওয়ালার সেই নাচগানটা একবার দেখিয়ে *ffe | —ঝুলি লাঠি তো আনিনি। –এই নাও তাকিয়৷ এই নাও লাঠি, লাগাও নাচগান কাবুলীদিদি ঃ– ( ছড়া ) পেশুঔর সে আতাই অয়েস চায়ন মেরা কাম, অব রাহিণীর হেন্দকা ছ লৈও লেও বাবু আঙ্গুর পেস্ত বদক্সান কা খিসমিস বাদাম সস্তা বদত্ত স্থ সালুন মিছরী সালাম সালাম (গীত) আঙ্গুর খরবুজ আহালু বখর কাবুল কশমীর মশকট হালবা থিসমিস থিসমিস আখরোট পিস্তা ! গুজিন পুস্তিন জাফেরাণ হোর হিং থোড়ি

  • খড়ি খনি বিচত খাজুর খাজুর মিঞ্চই কাফুর কাবুলী ধুস্সা উনি কম্বল বুনবন বোস্ত সিস্তান সহরা সস্তা জোড় !

—এইবার দাদাভাই ধর লাঠি, তোমার সেই ভিখিরি বুড়োর গান গাও । —কোন ভিখিরি ভাই— —সেই যে তোমার ছেলেবেলায় আগমনীর দিনে গান গেয়ে গেয়ে দোরে দোরে কেঁদে বেড়াত পয়সার জন্তে ? --অমন কথা বল না, পয়সার জন্যে র্কাদত না সে । 8›ማ