পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—তবে ? সে তার মায়ের জন্তে কাদত–মায়ের জন্তু কেঁদে কেঁদে তার ছুটি চোখই কাণা হয়ে গিয়েছিল, সে লাঠি নিয়ে ঠক্ ঠক্ করে আসত, ধূলায় বসে গাইত— 邀 মা ওমা জগতের মা সবার মা হয়ে কি আমার মায়া ভুলেচ —এই টুকখানি মনে আছে আর মনে নেই । , —তারপর । দাদাভাই আমার চোখে কী একটা পড়ল । --কচলিওনা লাল হয়ে যাবে। —মস্তর মন্তর চোখ জ্বলার মস্তর জল পড়ার মন্তর যাঃ ফুঃ উড়ে যা, দেখ দেখি আর চোখ জ্বলছে ? —ন, মা আসচে না কেন দাদাভাই ? —এই আসেন আরকি, আচ্ছ। সেই যে ভিখারিট বসে গাইলে তার নামটি কী ছিল বলত দিদি ? —কেন জগত, —তুমি ত দেখনি তাকে কেমন করে জানলে তার নাম ? —গানের মধ্যে রয়েছে যে জগতের মা । পুজো বাড়িতে খেয়ে মা বাবা দুলালী বসে রইলেন আসবার নামটি নেই। নিশ্চয় মা গল্প জুড়ে দিয়েছেন, বুঝেছ দাদু ? —গেছে তো খানিক বসে গল্প করবে না, থাক না আসবে যখন খুসি। —শুনলে কাবুলীভাই তোমার দান্থর কথাটা শুনলে ? —যখন খুলী আসবেন আমরা না খেয়ে বসে থাকি, বাদশাদাদাও নেই। : —সে তার মামার বাড়ি যাবে না ; আমি তাই বুঝি বলছি, দাহ কী বলেন তার ঠিক নেই দাদাভাই তুমি এর বিচার কর— 8Ֆեր