পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—কথার মানে বার করবার জন্তে তোমার এত ঝোক কেন বলত, অনেক কথা আছে যার মানে ডিসাপিয়ার করেছে অথচ কথাটা চলছে । —যেমন ? —এই তো ভাই বাদোশাবাবু জবাবদিহিতে ফেললে—এই যেমন, এই যেমন— —বুঝেছি দাদামশায়, বিদ্যেসাদিও বগীচাসাই হয়ে গেছে তোমার । –এই মনে পড়েছে—বোম্কালী কলকাত্তালী—ওয়েবষ্টর শব্দকল্পভ্রম বিশ্বকোষ বাংলা পরিভাষা চাপা পড়ে, দেখ ওর মানে কোথাও পাবে না খুজে । —অষ্টা ওকথা যাক, তারপর দাদামশা ? —৭হস্পণে তারপর কী চলে আব, আজ রাতে বাদোশাবাবু, বগীচাসাই হয়ে গেছে সাতের গল্পট । —দাদামশা, ও সব কোনো কাজের কথা নয়, সাতের গল্প তোমার সাত পাক নাক ফঁাসে পড়ে গেছে । * —কেন বলত বাদোশাবাবু ? —ষষ্ঠির দিনে কাবুলীকে তুমি দুর্গা নাম শুনিয়েছ, এ তারি ফল । —কেন শোনাব না। সে যে আমাকে এত অজুর পেস্ত। খিসমিস বাদাম দিয়ে গেছে ! —সেগুলো কোথায় গেল, ডিসাপিয়ার হয়ে গেছে নাকি ? —আরে ডিসপিয়ার হলেতো এ্যাপিয়ারের আশা ছিল, বগীচাসাই হয়ে গেছে— —আঙ্গুরের বিচিগুলো— —বাগানে ফেলেছি তো— —তাহলে গজাবে—এ্যাপিয়ারও হবে । —যতন কর তো হবে । 8ՀԳ