পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাট —দাদামশায় পৃথিবীর অষ্টম আশ্চর্য কী ? —সে গল্পটা আমি আজ সকালে উঠে লিখে ছিড়ে ফেলে দিয়েছি। —একেবারে ছিড়ে ফেলে দিলে ? রাখলে কাজ হত । মাসিকে বেচে ছোড়দাদা দুটো পয়সা আদায় করত। —তারপর কী হত বাদোশাবাবু! —আমি তার থেকে কিছু আদায় করে নিয়ে চটপটি কিনতেম। —চটপটি দেখেছ দাদামশায় ? —দেখিনী আবার ? চট-জলদির ছোটো ভাই । —আশ্চর্য তুমি কি সব দেখেছ ? —সব আশ্চর্য দেখে কী কেউ শেষ করতে পারে ? এখনও দেখার বাকি আছে অনেক । —শুধু দাদা, বলে পৃথিবীর অষ্টম আশ্চর্য কিং কং—নতুন একেবারে । —হেঃ নতুন । কতকাল আগে কিং কং এর উপরে ছড়া তৈরি হয়ে গেছে আমার ছেড়া খাতায় তা জান ? —বল তো শুনি ছড়াট । কে তুমি জীব মীন কে তোমার বহে ভার কারে বা তুমি বও তাই কও ! কং স্বরূপের অংশরূপে ব্রহ্মকুণ্ডে অন্ধকূপে বন্ধ হয়ে করি কিং | ডাঙায় উঠে ডিম পাড়ি, জলে নামি ধবি মীন, কাদাজলে বোদাজলে কং ক বক অংশ জগতে কং জানো সার কং বিনা কিং আছে আর কিং থাকে আর র্কং হলে ধ্বংস ভেবে লও। 8રજ