পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘোষাল মাষ্টার একমণ আটসের উড়িয়ে ধীরে স্বন্থে কড়াই ধরে রসগোল্লার রস সবটা গলায় ঢেলে কুড়ি টাকা টাকে গুজে ছগগ স্থগগা বলে আচমন করতে উঠলেন । — তারপর ? --তারপর আর কী ? সব চুপচাপ সরে পড়ল যে-যার। বৈঠকখানার একতলায় চেঁচামেচি করবে, হুররে ওঠাবে এত সাহস তখন কারো ছিল না । – তাহলে কী হত দাদামশায় ? -সে না খেলে বুঝবেন পৃথিবীর অষ্টম আশ্চর্ষ কষ্টমের চূড়ান্ত । —তুমি খেয়েছিলে ? — অনেকবার । — এখনও খেতে ইচ্ছে হয় ? — এ বয়সে নয়, সে বয়স যদি ফিরে পাই তো রাজি আছি । 8HO