পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিয়েছিল হুগগাবতী দুই পারবি না চাপতে ? তখন সে সিংহিনী মূর্তি ধরে এক গর্জন ছাড়লে যে ঘোড়া ভড়কে জামা জোড়া হাতিয়ার শুদ্ধ দে দৌড় হাত ফস্কে —চক্ষের নিমেষে ঘোড়া গায়েব। সারাদিন খোঁজাখুজিতে গেল। এ সব জিনের কারখানা মশায় আমার তো মনে হচ্ছে। খেতু খোট্ট জৈন, পরেশনাথের এক নাম জিন, দেখুন ওনাদের ঘরে যদি ঘোড়া গিয়ে থাকে। বস্ জিনের দোহাই দিয়ে খালাস । 8 δtr