পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গাছ বললে—“সে কেমন ? তখন নাপিত চারিদিকে চেয়ে চুপি চুপি বললে— ‘রাজার কান কাট । তাই নিলে কাক ব্যাট ॥’ এই কথা বলতেই নাপিতের •ফোলা পেট একেবারে কমে আগেকার মতো হয়ে গেল, বেচার বড়োই আরাম পেলে, এক আরামের নিশ্বাস ফেলে মনের ফুর্তিতে রাজবাড়িতে ফিরে চলল । নাপিত চলে গেলে বিদেশী এক চুলি সেই গাছের তলায় এল। এসে দেখলে গাছটা যেন আস্তে তুলছে, তার সমস্ত পাতা থরথর করে কঁপিছে, সমস্ত ডাল মড়মড় করছে –আর মাঝে মাঝে مـــ جاC}ج)ة ‘রাজার কান কাটা । তাই নিলে কাক ব্যাট ॥’ ঢুলি ভাবলে এ তো বড়ো মজার গাছ। এরই কাঠ দিয়ে একটা ঢোল তৈরি করি। এই বলে একখানা কুড়ুল নিয়ে সেই গাছ কাটতে আরম্ভ করলে |’ গাছ বললে—চুলি, চুলি আমায় কাটসনে ? —আর কাটিসনে! এক-দুই-তিন কোপে একটা ডাল কেটে নিয়ে, ঢোল তৈরি করে —‘রাজার কান কাটা, রাজার কান কাটা’ বাজাতে বাজাতে চুলি কানকাট শহরের দিকে চলে গেল। এদিকে কানকাটা শহরের রাজা কান হারিয়ে মলিন মুখে বসে আছেন আর নাপিতকে বলছেন—“নাপিত ভায়া এ কথা যেন প্রকাশ এ কথা প্রকাশ করবে। এমন সময় রাস্তায় ঢোল বেজে উঠল— ‘রাজার কান কাটা । ভাই নিলে কাক ব্যাট।" HNO