পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা এক কোপে চুলির আর-এক কান কেটে ছয়র কানে জুড়ে দিলেন –আবার ঢাক-ঢোল বেজে উঠল। তখন অশখ ঠাকুর বললেন- চুলি এইবার চোল বাজা। ঢুলি লজ্জায় ঘাড় হেঁট করে ঢোল বাজাতে লাগল—ঢোল বাজছে— 'চুলির কান কাটা । ঢুলির কান কাটা। রাজা ফুল-চন্দনে অশখ ঠাকুরের পুজো দিয়ে ঘরে ফিরলেন। রানী রাজার কান দেখে বললেন —‘একটি কান কিন্তু কালো হল ।' রাজা বললেন –‘তা হোক, কাটা কানের থেকে কালে কান ভালো। নেই মামার চেয়ে কানা-মামা ভালো । 84°