পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উজোর ঘরের কান্না খাসিয়াদের গাথা । ছেলে চলে গেছে, মা তাই, গান গেয়ে ছেলেকে পথের কথা বলে দেয়। সুদূর পথ। মা ভাবে, ছেলে তার এত পথ যাবে কেমনু করে ? বিচ্ছেদের আবেগ গান হয়ে বের হয় মায়ের বুক ফেটে । এমনি ধারা গান, যে মায়ের ঘর উজোর হয়ে যায়, তারই কণ্ঠে কান্নার স্বরে ফুটে ওঠে। মায়ের মায়া তাই মরণের পথটি ধরে এই গানের রূপে ছেলেকে পথের সন্ধান বলে দেয়। চেনা ঠাকুরের থানটি খাস ভুগী পেরেতের ওই যে বাস। ওখানে বাপ বৈসে খেও কাজলা পাখি জিরিয়ে যেও । চিকোমান পাহাড়ে ছৈ বাধিয়া চলমান নদীজল তুইল। পিষ। পেরেত ওখানে ভাত রোধে খায়, ভূতের রাজা কলকি ধরায় । আগুনী জ্বালায়ো চকমকি ঘষে, বস ড্রাক গাছে ষাড বেধে ক’ষে ঘাটে নেওয়াং মানুষ-খোক, তে মাথায় ফেরে তে-শিরে দেখ, নোয়ার তাগ। তাদের দিও, ঝুটির পালক ফেলে পালিও, মরুষঃ দেখে করে দাপট, নোয় ফেললেই দেয চম্পট ; দাত খামাটি বনধ করে মোরগ ঝুটি দেখলে পরে। 8\ෂථ