পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিকোণ শিরের ঝাপটা নেওয়াং রিকচিবিনের বাপ টা নেওয়াং বাট জাগলায় ভূতের দেওয়ান বুঝে চলে রে বাপ, ওরে আমার বাপ ; বাপ ছিল রক্ষে কবজ, বাপ ছিল মাথার ছাতি, বাপ কি ব্যাটা ছাওয়াল আমার ঠাকুর দাদার জোয়ান নাতি, বোলন গাছের শক্ত ডালি ৷ শাল গাছের কচ, ছিলেন আমার বাছা ! শিলে না হেলেন ঝড়ে না এ্যালেন যে, কোন দান। সে ভাঙল তারে রে । কে সে জানোয়ার ? রুগনি কে সে ডাইনি বুড়ি করলে হাডিড সার । পরাণ পাখি কে কীড়িল মুই দেখিলাম না, নতুন পাতার বোট ভাঙিল মুই জানিলাম না ! কচি পাতার মঞ্জরীটি ধরল ডালের আগে তার পানেতে শতেক শতে দানোয় দৃষ্টি লাগে, মুসড়ে খোলা পাতা, মুচকে গেল ডাল পরাণ পাখি উড়িয়ে দিল বিধল বুকে শাল । কাটারি দিয়া কাটল না । ছুরির ঘায়ে কাটল । পরাণ লতা কাটল রে উপড়ে ভুয়ে পড়ল । 8ぐ。8