পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি কাছে যেতেই পালোয়ান গোলামকে বললে—হুকা লাও । যেন ভাই হাতি ডাকল । তারপর ভাই, এক হুঙ্কা এল তার ছিলুমে পাঁচ মণ তামাক ধরে, তিন মণ টিকে ধরাতে লাগে সে তামাক । তার নলচেতে একটা ফু মণ নল লাগান। সে তামাকে টান দিলে শিব পড়ে ঢলে । সপ্তম মহলে দেখি হাবসিনীর পাহারা। কালো পাথরের ফটক আগলে বসে আছে । বলব কী* ভাই দেখেই ভয় লাগে । ‘গোফ তার শকুনির দন্ত শূকরের— চুল তার ঘাড় ছাট যেন কুকুরের। সাত মহল পার হতেই সাত পহর কেটে গেল। সেখানে পেট ভরে খেয়ে নিলেম । ‘শির বিরিঞ্জি ফালুদা আর গোলাপী সরবং, কালিয়া কোর্মা কোফত কাবাব দল্পকৎ। আখরোটি মনাক্কা কিসমিস বাদাম, খোরমা ও খেজুর কত ভাল ভাল আম । শির ও মালাই ফিরণী চৌরসের দুধ, চিনি মিছরি নেয়ামত খাইমু বহুৎ । তারপর পানি খাইয় পান মুখে দিয়া শয়ন মহলে শেষে পৌছিনু যাইয়া । সেখানে ভাই পশুপক্ষী নাহি পারে যাইতে উড়িয়া।’ সেখানে দেখি না কালপরী আর নিদ্রাপরী পাহারা দিচ্ছে দুজনে ফটকের দুইধারে বসে অষ্ট ধাউতের মতন যেমন পাষাণ। আমাকে দেখেই তারা ডেকে বললে— ‘কালো পরী বলে দিদি হুর মুর নয়, বুঝি কোনো সাঁহাজাদা মোর মনে কয়।' 8br> לטי-אוכ\ .tס