পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি তাদের যেমন বলেছি হুয়ার খোল আর অমনি মোরগ ব্যঙ্গ দিয়েছে। ‘নিশি পোহাইয়া গেল কোকিল কাড়ে রাও— শয্যা হতে অবনীন্দ্র চৈতন করে গাও । অজুনামার সারি লিয়া সরাগত হৈল, ফুলটুঙির ঘরে গিয়া দেওয়ানে বসিল । সেখানে দেখি ভাই আর কেউ নেই, কেবল ছেলে আর মেয়ে । সেখানে তিনি ছেলেদের সাথে ছাওয়ালের বুক ধরে আছেন খেলিতে । ‘কাধেতে লয়েছে ঝোলা হাতে খেলা আর চিত্রকরা শাল অঙ্গে দিয়েছে বাহার।’ —তারপর ? ‘–তারপর আর কি বসি একাসনে হাস্য পরিহাস কথা কহি দুইজনে ’ —তারপর ? তারপর গজস্কন্ধে মাহুত ডঙ্কা বাজাইল । আমি সেই হাতিতে চড়ে চলে এলেম । —আসবার কালে কিছু বললে না ; —হঁ্যা বললে তুমি ছিরিপদ নহ দু-পুরিয়া ডাকাত। এর মানে কী ভাই ? —ওর মানে তোর সবটাই মিথ্যে। দেখি চুরুটটা ? ছো: এ যে লারাণের দোকানের ছাপ | অবনীবাবু এ চুরুট ছোয়ই না, এ মার্কাই নয়। —তবে সে কি মার্কা শুনি ? 3b"