পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুর্ম কাজল রাতে রাতে গরমাগরম টুকরা গুল মুর্গার খুনখারাবি বখরেদারি বখরা ! অনাটনের গলা দিয়ে মুর বার হয় না, দেখি কেবল তার গলার টুটিটা ওঠে নামে, যেন, নিঃশব্দে তালে তালে মোরগ ডাকছে – কোকর কেঁ ! গজলের ফঁাকে ফঁাকে মুন-মরিচি হাওয়া এক-একবার মুখে যেন একটুকরো কাবাব ফেলে দিয়ে যায়। গজল পিষে চলে দাত, এমনি দমে দমে যখন শিকের ডগাতে পোঁচেছি তখন অবিন এসে হাজির ‘কী হচ্ছে, বলে । আমি বললেম –‘গুল-মুর্গার মিল খুঁজছি, কথা পাচ্ছিনে। অবিন বলে উঠল—‘কেন, বন-মুর্গ লাগালে কেমন হয় ? আমি বললেম –‘মুর্গার লড়াই বাধাতে চাও নাকি ? —‘ধান-দুর্ব হলে কেমন হয় ? —“তেলে-জলে হয় আর-কি। গুল-মুর্গার সঙ্গে একমাত্র মিলতে পারে কিঞ্চিৎ মুন-সুর্বা।’ অনাটন বলে উঠল –‘আর কুল-কুট্টা ? অবিন —ব্যোম কালী কলকত্তাওয়ালী –বলে এক থাবড়া বসিয়ে দিলে অনাটনের পিঠে। আমি লাফিয়ে উঠলেম । অবিন বললে –‘নাচবে নাকি ? —“নাচ নয় ভাই, পিঠে'র পর দিয়ে সড়াৎ করে কী যেন একটা চলে গেল ।” —‘কাটেনি তো ? -"εί: ' —“চল ধিমার মধ্যে, বাইরে আর নয় ? দেখলেম আগে অনাটন, পিছে পিলে-গোবিন্দ বালির উপর দিয়ে ছুটছে —ঢাকের কাঠিতে তাড়া করছে যেন ঢাক । 83२