পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি সহজভাবেই বললেম —‘এখানে তো ডাক্তার-বন্তি মিলবে না, কাল হাকিম খুজে আনা যাবে কোনো বেতুইনের আড্ডা থেকে।’ ‘তাই ভাল।’ বলে অবিন নাক ডাকালে । আমি জেগে আছি। দুরে একটা ফেউ ডাক দিতে দিতে চলে গেল । অবিনকে ঠেলা দিয়ে বললেম —“শুনচ ? বাঘ আছে । ই ? তারপর ঠিক খিমার পিছন দিয়ে ছোটো-ছোটো একদল ঘোড়া কি, কী যেন ছুটে পালাল । খটু খটু খটু খট্ৰ –প্রায় দশ মিনিট এইভাবে খটখটু শব্দ চলল। অবিন পাশ ফিরে বলে –‘হরিণের পাল দেড়চ্ছে। এবারে যে-বাগে গোবিন্দ শুয়েছিল সেইদিক থেকে ডাক এল—ফেউ' ' আস্তে আস্তে-খিমার কানাত একটু ফাক করে দেখলেম-ছুটে লাল চোখ শগ্ধ কাবে জ্বলছে ! অবিন চুপি চুপি ডাকলে –‘সরে এস।” আমি কানাত আরো একটু ফাক করে গলা বাড়াতেই ভক্‌ করে বিড়ির গন্ধ, আর অনাটন আর গোবিন্দর নাকের ডগাছটি হল প্রকাশ । সেই সময় খিমার মধ্যে শব্দ হল –‘ফেউঃ!’ আমার হাত পা হিম হয়ে গেল। কম্বল মুড়ি দিয়ে কঁপিছি ঠিক এই সময়—"ফেউ ইসচাময়ী তোমারই ইসচে’—বলে খাতাঞ্চিমশায় তিনটে তুড়ি দিয়ে ঘুমের ঝোকে—ডাকলেন –‘সোনাগুন ? পিলে-গোবিন্দ একটা কান-ঢাকা টুপি মাথায় হাজির ৷ খাতাঞ্চিমশায় তাকে দেখেই চটে উঠে বললেন —‘তোকে কে ডাকছে ? সোনাতন কোথায় ? এ টুপি কার –নিশ্চয় চুরি করেছে পাজি হতভাগা ইস্টুপিড — ঝড় বহেই চলল। ইতিমধ্যে অনাটন ইচ্ছাময়ী বড়ি আর জল ঘটি আর ফর্সি হাতে প্রবেশ করলে। খাতাঞ্চিমশায় একেবারে ঠাণ্ড –একটা বড়ি মুখে ফেলে বললেন—‘বাবুদের জাগাও ’ বলেই তামাক টানতে -থাকলেন । 8వెt