পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুল মুরগি বলছে— ‘হুজুর কইছেন না সাচ, বাত পেট মোচড়াচ্ছে পিলে কোপে একটা মুঠোম হাত ॥’ খাতাঞ্চিমশায়ের গলায় ধুয়ো গিয়ে কাশি শুরু হল –খক খক। তিনিও যত কাশেন মোরগ মুরগির তত ডাকে —'ক্কক্ কক্ কক্‌ ক—ক —তফাৎ, তফাৎ।' 毫 বিষম লেগে হেঁচে কেসে খাতাঞ্চিমশায় মিনিটখানেক পরে ঠাণ্ডা হয়ে বললেন –‘ব্যাপারটা কী হল হে বিশ্বেস ? —‘একটা লড়ালড়ি হয়ে গেল কুঁকড়ো কুঁকড়িতে ’ —‘সে-কথায় কাজ নেই, কী বলাবলি করলে সকলে তাই বল ।* খুদিরাম বললে –‘মোরগ নয় তো, দেখলাম যেন একটা রং-বেরং গোলাপ গ্যাদার ঝাকা নেচে বেড়াচ্ছে মশায় ? —‘আহে, কী বলছে তাই কও না ? —‘উদ্বরু বলছে মশয় –মানে বুঝছিনে ? —‘মানে করে কাজ নেই, আউড়ে যাও যেমন শুনছ কানে ? —“মোরগ বলছে— নাস্ত খিলাও পাস্তা পিলাও জলদি তোড়েঙ্গে হাডিড ফাড়েঙ্গে ফরুগল ॥’ মুরগি কটা বলছে— ‘জেরা রহম কীজিয়ে, বাজারমে না মিলি তণ্ডুল না চাবল । মোরগট বাদিকটাকে লাথাচ্ছে আর ককাচ্ছে— কিয়া সব বরবাদ —উয়ে ভলণ্ডু —মশায় বোঝা যাচ্ছে না, উদূরুতে কী বলছে।’ —“আমি বুঝছি, তুমি আউড়ে চল না।’ —ফরশ কুকুটি ভরসা ধরে মোরগের কাছে ঘেঁষে বলছে— ¢ > २