পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

–আচ্ছা খুদিরাম, ঐ ধোড়াকাকটাতে খোড়া গরুটাতে কী কথা বলাবলি করছিল এতক্ষণ শুনেচ ? —আজ্ঞা ই শুনেচি ' —“আচ্ছা, বলে চল নির্ভয়ে।’ খুদিরাম বলে চলল –‘কাকটা বললে –কা কী, গবস্তি বস্তিতে’ সুখটা কী ? গরু জবাব করলে —ক্যান এহানে সবই মুখ ; নাস্তি কী ? এটো শালপাত আছে, তাতে খেসারি ডালের সোয়াদ আছে, ভাতের ফেনটা আছে, আর আছে নাগালের কাছে খোড়ো চালে বিচিলি –নাই বা কী ? খাতাঞ্চিমশায় ঝপ করে শালপাতার ঠোঙাট গরুর মুখের কাছে ফেলে দিয়ে, গেলাসের জলে আঙুলের ডগাপাচটি ধুয়ে বললেন— ‘শোনো তো খুদিরাম এবারে কী বলাবলি হয়!! —বলেই অধনিমীলিতনেত্র খাতাঞ্চিমশায় তাকিয়া ঠেসান । খুদিরাম বললে—বিলা-কওয়া নেই খালি ঠোঙাটা নিয়ে পালাবার চেষ্টা কাকটার। গরুট সেটা টেনে নিয়ে চিবিয়ে বললে – —‘বলে ফেন্স কী বললে—” —“আজ্ঞে কথা তো কইচে না, মচর-মচর পাতা চিবোয় আর দ্যাজ তুলোয়—’ —“তারপর ? খুদিরাম বললে –‘তারপরে “মা” বলে খোটার গায়ে হেলান দিয়ে শুয়ে পড়ল গরুট। কাকটা কানটাতে টান দিতে গরুটা মুখ ফিরিয়ে শিং নেড়ে পাল্টা শুলো পিঠের পরে ন্যাজটা ফেলে।’ —‘কাকটা কী বললে খুদিরাম ? —‘আজ্ঞা ককিট গরুর দ্যাজটাতে টান দিয়ে —আকা আক৷ শব্দ করে উড়ান দিলে,—এখনো যাচ্ছে দেখেন ' খাতাঞ্চিমশায় চাঙ হয়ে উঠে বললেন –‘কই কই, কোন দিকে कदांब्र ?' খুদিরাম অবাক। খুদিরামকে ধমক দিয়ে খাতাঞ্চিমশায় & \o.