পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভবের হাটে হেতি হোতি প্রজাপতি স্মৃষ্টির গোসাই, . স্বজন করলেন দুটি ভাই । হুেতি হোতি গোল গাল, একটি কালো একটি লাল ॥ স্মৃষ্টির প্রথম দিনে পৃথিবীতে জীবের খাদ্য কিছু ছিল না তারা পরস্পরকে ধরে খেতে শুরু করেছিল। হেতি হোতি দুই ভাইও যখন ক্ষুধার জালায় অস্থির হয়ে ‘কঃক্ষাম—কিংখাম-ফুংখাম’ বলে চিৎকার করতে করতে এ-ওকে খেয়ে ফেলবার উপক্রম করেছে, সেই সময় জগৎ গোসাই এসে তাদের হুকুম দিলেন—“তোমরা ভবের হাটে ঘোল খেতে যাও।” জগৎ গোসাইয়ের হুকুম-মতে হেতি হোতি ভবের হাটে ঘোল 'খেতে রামায়ণের তিনশো বত্রিশ পাতা ছেড়ে বার হল যেন দুটি গুটিপোকা । ক্ষুধাতে আকুল তনু ঘন বহে শ্বাস । চলেছে ভবের হাটে ঘোঙ্গ খেতে আশ ॥ তেপাস্তরের মাঠে ওৎ পেতেছে রোদ । চলেছে তো চলেইছে ছুটি রাখাল-হেতি হোতি অবোধ । রাতে শীত দিনে গ্রিন্সি করায় বোথ অলজব্যাচরের খর বাতাস ৷ সেই অলঙ্ঘ্যাচরের কথা কিবা জানাই, যোজনের পর যোজন চাই, নীর-ক্ষীর দেখা নাই বাড়ি নাই ঘর নাই তথা মানুষ-মুনিষ সে চরের ফেরে পড়লে পরে হারাই হদিশ । ¢ ११