পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যেতে যেতে যখন— পোহায়ও বটে, পোহায় না রাত হয়ও বটে হয় না প্রভাত, সেই সময় দেখা গেল জগমোহনের কৃাছারি— পোড়া বাঙলাটা-ওড়া ছাত উত্তরে উচা—দক্ষিণে কাত ; বাগানে,খালি শেয়াল-কঁটা আর দেদার মানকচু পাত। জগমুনশি একটি তুষকাঠের তেপায়ার পরে বসে ওয়াস্তির কলম বাড়ছেন, আর আপন মনেই গাইছেন— ‘সংসার কোষের কীট, সঙ্কটে দেখবে সম্মুখে এবার— বিষয়-তুতের পাতে রসাস্বাদে গোলাকার বাধলে ঘর সোনার সুতার ও সেই ঘরের ছুতায় বাধবে তোমায় কালের দূত সে এক ঘটবে ব্যাপার কী অদ্ভুত । রেশমের ব্যবসাদার ! এখন আছ বন্ধু কোশে মনের খোশে না ভাবিছ শেষের ব্যাপার ! হায়রে তুন্দুরে রেখে যেদিন ভাপ দেবে— সেদিন কী কষ্টে প্রাণ যাবে তোমার ! তাই বলি তোমায়— কাটি কোষের মৃত বাড়াও জরায়, ভালে। যদি চাও আপনার । নতুবা বিপদ ভারি, দেখ বিচারি— घब्रहे श्रृंद्भः इहेल cङांभांज्ञ !' &२१ _