পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘুমিয়ে ছিল, ছাগলের ম্যামানি শুনে গা গা করে লাফিয়ে ছাগলের ঘাড়ে পড়ে আর কি! আষ্ঠিবুড়ি এক ধমক —ছাগল ছাড়া পাওয়া, হেতি হোতি কাচুমাচু, বাঘ হাজ গুটিয়ে মিউ মিউ করতে করতে চম্পট! আস্তিবুড়ি ব্যাসকুণ্ডুর পাড়ে খেলায় গিয়ে বসলেন, মুপুরি ফেলা-ফেলি চলল যেমন চলছিল। —টুপ-টাপ টপ-টুপ, এক স্বপুরি টুপ ছই স্বপুরি টাপ তিন স্থপুরি টপ টপ টুপ এক টিপ এক টুপ ছুই টিপ এক টাপ, তিন টিপ এক টুপ, আদ্ভিবুড়ি বললেন —‘কার হার, কার জিত ? মাধ্যিবুড়ি বললেন —‘কার জিত কার হার ? অন্তিবুড়ি বলে উঠলেন —"জিত যার হার তার, হার যার জিত তার।’ এখন তিন বুড়ি তুড়ি দিয়ে নাচে আর গায়— তাক্-তুড়-তুড়-তুড়া ভাঙল খাটের খুরা ছিড়ল তুলোর তোশক । তিন বুড়িব দেখতে নাচন জুটল ছুটে লোক । তাদের নামদুটি কী ? একটি কালো একটি লাল দেখতে ভালো গোল গোল

  • কাচ সুপুরি !

তাক তুড়া-তুড়-তুড়া শুনে এককুড়ি ছাগলছানা সঙ্গে ছাগলীর মা বুড়ি খাটুর-খুন্টুর করে এল। হেতি হোতিব মুখের দিকে চেয়ে বললে —"ক্যে ? তোরা ক্যে র্যে ? হুেতি হোতি ললে— 'আমরা হেতি হোতি ই রাখাল দুইটি প্রাণী হাবা গোব לפי?)