পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেভি হোতির বৃত্তান্ত ‘প্রজাপতি পুরাষ্ট। অপঃ সলিল সম্ভবঃ তা সাং গোপায়নে সত্ত্বানজৎ পদ্মসম্ভবঃ স্বয়ংছু প্রজাপতি ঘুম ভেঙে উঠেই এক কোশা জল, এক খামচ মাটি নিয়ে অস্থজৎ করলেন—

  • ख्रल ७ खां७ॉल ভূচর খেচরাদি পাখ পাখাল ; আর, তাদের চরাতে —হেতি হোতি নামে দুটি রাখাল ?

তাদের দেখতে হলো কেমন ? ‘হেভি হোড়ি গোল গাল, একটি অতি কাল । একটি অতি লাল ! হাত পা সরু সরু যেন পদ্ম-নাল । ইচড়ে পাকা কাঠাল আর মাকাল যেমন, দাম্বাল দুটি ছাবাল তেমন ? জন্মাবামাত্র হেতির লাগল ক্ষিদে, হোতির . জ্বলল পেট । ঘটােতে আকাশ পাতাল মুখ ব্যাদান করে প্রজাপতিকেই বুঝি-বা গিলে ফেলায় এমনি ভাব জানায়, আর কাদে । তাদের কান্না গুনে পুরাকালের জীবজন্তু সব কিংস্থতকিমাকার, &8 e