পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেনি ডে উদ্‌ভুটির চরে ঘোরতর বর্ষ। চারদিকে জল আর জল –কেবল দেখা যাচ্ছে খাতাঞ্চির দপ্তরখানাটি— কিছু কিছু ইট, কিছু কিছু কাঠ কিছু খোলার চাল, কিছু টিনের ছাত পুব ধাৰে উচ —পশ্চিম ধারে কাত। যেন আরারুট পর্বতের চূড়ায় ধরা নোয়ার কিস্তিখানা। জমাজরিপের কাজ বন্ধ । সোতাব ভয়ে গাম্ভাব কাঠেব তক্তার পরে খাতাঠাসা কপপুর কাঠের সিন্দুক চাপিয়ে, এক অঁাটি বিচিলি চারপাট শতরঞ্চি বিছিয়ে, গদিয়ান হয়ে বসে খাতাঞ্চিমশায় গড়গড়া টানছেন আর এক-একবাব তালামুদের বই ওলটাচ্ছেন। সোনাতন এসে রিপোর্ট করলে –‘ও দিকে ব্রহ্মপুত্রের জল বেড়েছে, এ দিকে দামোদরের বাধ ভেঙেছে, বৃষ্টির কামাই দেখছিনে ? —তারেৎ ব্রহ্মঃ সনাতন, গতিক ভাল বুঝছিনে। বুঝি বা জলপ্লাবনে গোমাত দোবার তলান ? বলে খাতাঞ্চিমশায় একমুখ ধুম ছেড়ে তালামুদের পাতা ওলটালেন। সোনাতন বললে –"কর্তা, এমন আজ্ঞা করবেন না ; গরু আমি উচু জায়গায় বেঁধে থুয়েছি।” 鲁 . —‘আজ্ঞে আমি করবার কে ? সবই আল মাইতির ইস্চে । তিনি যদি রাগত হয়ে থাকেন, তবে কেউ বললে ঠেকাতে পারবে, না । জরু-গরু সব ভেসে যাবে মায় উদ্‌ভুটির চর –ওর কী নাম, তোমার রিসিবরও ঠেকাতে পারবে না ? & 86. অ, ৩য়—৩৫