পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সে তুফানে কেউ বাঁচবে না গো, কেউ বঁাচবে না, কেবল ইনিই - তখন ভেসে যাবেন ? নজুমের কথা শুনে ওদিকে ছেলের মা র্কাদে, 'কি হবে গে। — ও মা !? নজুম, বোঝায়, ‘ভাবনার কারণ নেই! তুফানের আসার এখনো বহুত দেরি দেখছি ' পাড়াপড়শিরা কাদে, বলে, “ততদিন এ ছেলের কাল্প সইতে হবে —ও মা গে, কী করি।’ ঙ-ঙ বলতে বলতে ছেলের বুলি ফুটল । মা বলে, “বাবা বড়ো হলে তবু এখনও র্কাদ কেন অমন করে ? পাড়ার লোক যে রাগ করে।’ aহলে বলে, ‘স্টাদি কি সাধে। পাড়াপড়শির জন্যেই তো কাদি। এরা যে বুঝছেন। —গজব পড়ল বলে, তুফান এল বলে । সাবধান হওয়া চাই, সময় থাকতে উপায় ঠাওরাবে রক্ষের, তা না হেসে খেলে বেড়াচ্ছে নির্ভাবনায় সবাই ।” ‘ওমা, ওগো ও পড়শিরা, ছেলে বলে কী শোন।’ ‘ও ছেলের মা, তুমি শোন । তুফানের কথা শুনে শুনে আমাদের কান পচে গুেছে। এখন ভাল চাও তো ছেলেকে – কী আর বলি ! হকিমও হয়েছে যেমন নজুমও হয়েছে তেমন । তুফানের ভয় ঢুকিয়ে গেছে ছেলে এখন তুফানই তুলছে, আর থেকে থেকে চিল্‌লিয়ে পাড়া মাত করছে ? ছেলে বড়ো হয়। এখন আর র্কাদে না –ক্রন্দনু করে । আরো বড়ো হয়ে তখন বিলাপ করে। পড়শিরা বলে, ‘ও ছেলের মা, ছেলের মা, আর দেখ কি, এইবার প্রলাপ শুরু হলেই হল।. দিন থাকতে ছেলের বিয়েটি দিয়ে ওকে বউয়ের জিনে করে তুমি ভেক নিয়ে বেরিয়ে পড় —না হল ভোগাস্তি আছে কপালে ? তা করল কি ? জুটিয়ে দিলে ছিচর্কাজুনে একটা মেয়ে পাড়ার 6 (t(t