পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছোট-ঠাকুরবির বিয়ে দেবার কী করছ! বয়সটা যে পেরিয়ে যায় । ছোটাে রায় সুখ রায় নিজের টাক মাথায় হাত বুলিয়ে বললেন, —কী করি বল—নিরুপায় । 爱 রতনমালার বিয়ে হওয়া দায় । কলম্বানেবুর গন্ধের জালায় দুই ভাই দেশছাড়া হয়েছে। রতনমালাটাও বুঝি যায় ! পীরের সিন্নি দিলে যদি রক্ষা পায় এ যাত্রা । গিন্নিঠাকরুন বললেন– ওঁম সে কী কথা গো ! —কেন, গোটাকতক সিকির ওয়াস্তা —এসে যাবে ছেলে, এত ভাব কেন । —মলেও সে হবে না আমার দ্বারায় তাতে বিয়ে হোক আর নাই হোক।. —বুঝছ না গো, বুঝছ না ! তোমার মেয়েটাও যে বিয়ের যুগগি হয়ে উঠল। —পরের কথা পরে ভাবা যাবে –বলে রায়গিন্নি পান গালে ফেলে চলে যান চানে । রায়মশায় পীরের মানত করেন মনে মনে। এমনি চলছে। এমন সময় এক সন্ধেকালে কেয়াতলার কালীবাড়ির আরতি চুকে নিশুতি হয়-হয়, ঠিক সেইকালে রায়মশায়ের দোরে এক ফুটফুটে ছোকরা এসে হাজির । —কে হে বাপু তুমি ? কনে হতে আসা হচ্ছে ? —আজ্ঞে আমি পড়য়া ব্রাহ্মণের ছেলে । ও-গা.ে টোল আছে, পড়তে চলেছি। পথে আসতে হয়ে গেছে রাত। কোথা যাই এখন ! —ভাল কথা । আজ রাতটা এখানেই কাটাও, কাল তখন যাব টোলে। এই বলে ছোটে রায় ছেলেটিকে, বাসায় রেখে গিন্নিকে ডেকে বললেন—গিন্নি, পাথরে পাচ কিল, হলে এসে গেছে মনের মতো। ত্বারপর গুজ গুজ ফুসফুস চলল কর্তাতে গিরিতে আধরাত পর্যন্ত । চাকরানীমহলে রটল কথাটা—ছেলে কেনন,উকিঝুকি দিয়ে দেখাও হল। —“তারপর কী হল চাইদাদা ? ¢öፃ