পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবমী থেকে শুরু করি পাঠ কী বল বাদশাবাবু। পাঠা যেন ভুল না হয় দেখো তা হলে ফল হবে না।’ ফলও হবে না বলে মালী ঠাকুরকে প্রণাম করলে। বাদশাবাবু বললেন –‘আচ্ছা তাই হবে।’ বোমার ভয়ে সবাই পালিয়েছে বিদেশে কাজেই বাদশাবাবুর নিমন্ত্রণে বড়ো কেউ পুথি শুনতে আসতে পারলে না। নবমীর সন্ধ্যা উৎরে চাইবুড়ে বসলেন জয়ন্তী বাগের আঙিনাতে। ফরাশ আর বিছোতে হল না ; ধোয় জাজিমের প্রায় পরিষ্কার চাদের আলো উঠান জুড়ে বিছিয়ে পড়েছে, বাইরে সুপারি আর নারকেল তেঁতুল আর আম গাছগুলো গল। বাড়িয়ে স্থির হয়ে শুনছে যেন। সব ট৭.. নীল চাদোয়ার মতো নিথর আকাশ। শেয়ালগুলো হোয় দিয়ে সাঝি ফুকরে চুপ করলে –পুথি পাঠ শুরু হোল। শ্রোতার মধ্যে সোনাতন, বুড়ে মালী, চাংড়া বুড়ি, ভূতি আর বেসি কুকুর আর দাস চাকরগণ বাদশাবাবুর মাছুর ঘিরে । চাই বুড়ে বললেন –শ্বন্থ বাদশাবাবু নামদুর উপায় ভাবিল কল ক্ষার করিলে যে অনুমতি পুথিপাঠে দিলাম মন হতেছে পণ্টক রন্ধন কলা বনে না যান হনুমতি শ্রীমত্য রাম দাসায়ৈ ঐ ঐ চিরং জীবি তায়ৈ হনুমাতা অঞ্জনায়ৈ হুম্ ফট্‌ ত্রিং চট- * অযোধ্যাপুরে বার্তাদাসী আর বামদাসী দুজনতে কথা হচ্ছে – —‘বলি ও বার্তা, খবর কি লো' —খবর আর কী ভাই রাম দাসী, মেজঠাকরুন ডেকেছেন তাই ግ¢ ፃ: