পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গজ-কচ্ছপের বৃত্তান্ত কালনেমি মামা কঙ্গে শুনহ রাবণ গজগীর পুকুরের কহি বিবরণ। এই যে, দেখছ গজগীর পুকুরটি, এটি ছিল এককালে একটি ডোবা ; তারই ধারে ছিল একখানি কুটির সন্তাপণ ব্রাহ্মণের । ব্রাহ্মণের দুই পুত্র, ভাগ আর বিভাগ । বাণিজ্যে লক্ষ্মীলাভ এই না ভেবে সন্তাপণ একদিন দুই পুত্রকে ঘরে রেখে সিংহল যাত্রা করলেন কাক-পক্ষী নং জাগতে । অগস্ত্য অগস্ত্য বলে মহাজন নৌকা খোলে বাদাম তোলে পেয়ে সুপবন । মহাজন সাথে বেপারির হাটে বেপারে গেল বিপ্র সন্তাপণ । ট্যাকে একটি চুমের খুটারি, গালে একটা সুপারি, গামছায় দুখান গুড় পাটালি, এই অবস্থায় সন্তাপণ বাণিজ্যে গেলেন । ফিরলেন তা অপেক্ষ দুরবস্থায় । মুনের জাহাজ ডুবিয়ে, চুপি চুপি রাত থাকতে সেই ডোবার ধারে । জীবদ্দশায় ধনভাগ্য ব্রাহ্মণের কপালে ছিল না ।” তার অন্তকাল উপস্থিত হয়-হয়, এমন সময় সেটা প্রকাশ পেল । গ্রামে গ্রামে রটে গেল – ५ সন্তাপণ তিন ঘড়া ধন গাড়ি পুকুরের জলে মাত্র দুই পুত্র রাখি স্বৰ্গবাসে চলে । نيسيا)