পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সত্তরি যোজন জুড়ি মোটা তার গুড়া সেই গাছতলে বসে বালখিল্য মুনিকুল, একশতটি যেন গুড়িয়া পুতুল । ক্ষীরোদ সাগর পার বেলা দু-পহরে ক্ষুধায় কাতর পক্ষী বৈসে গাছের পরে । গজ-কুৰ্ম লৈয়া বৈসে যেমন খগবর সহিতে না পারে বৃক্ষ তিন জনার ভর । ভর নাহি সহে ডাল করে মড়-মড় । মড়-মড়-মড়াৎ শব্দ হতেই গড়ব পক্ষী বিপদ গণলেন –ভাঙা ডাল পড়ে যদি মুনিগণ মরে –নিজেও ধরা পড়েন। তখন কী করেন গড়র, ডাহিন পায়ে ভাঙা ডাল ধরে বাম পায়ে গজ-কচ্ছপকে ধরে উড়ান দিয়ে সমুদ্র জলে পড়লেন। ডালপালা সুদ্ধ ভাসতে থাকল জলে তিন জন । গড় র গজ-কচ্ছপকে ছাড়তে পারলেন না পা জলে পালায় । মহা ভাবিত হয়ে বসে আছেন আহার হাতে । এমনি-দিনের-পরদিন ক্ষীরোদ সমুদ্রের একটু করে জল খান আর ভেসে চলেন। এমনি জলে ভাসতে ভাসতে মুঠোর মধ্যে গজ-কছুপ ক্ষীর জল খেয়ে ফুলে চতুগুণ ভারি হয়ে উঠল। ডাল-স্থদ্ধ তলিয়ে যায় দেখে গড়র ডাল ছে:ড় আবার উড়ান দিয়ে এই গজগীর পুকুরের ধারে মহারণ্যে আবার ফিরে এসে যেমন মুঠো খোলা অমনি --- কচ্ছপ সলিলে গেল, গজ গল বন যেথাকার সেথা রইল তিন ঘড়া ধন । , 4brసె