পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপরামায়ণ হরিশ্চন্ত্রের উপাখ্যান ৷ ‘অযোধ্যা নগরে রাজা আছিল মান্ধাতা, সপ্তদ্বীপ অধিপতি পুণ্যশীল দাতা। মাক্কাতার তনয় হইল মুচুকুন্দ, সমর পাইলে তার বাড়িত আনন্দ , তাহার তনয় নাম পৃথু নরবর ফার রথচক্রে কাটে ছয়টা সাগর। তার পুত্র হইল ইক্ষাকু নরপতি, বশিষ্ট নারদে কৈল রথের সারথি । শতাবর্ত নামে তার হইল কুমার আর্যাবর্ত নাম হৈল নামেতে তাহার ভরত তাহার পুত্র অতি বলবান যাহা হৈতে উপজিল ভারতবর্ষ নাম ॥ মান্ধাতার আমল চলে গেল --হরিশচন্দ্রের আমল তখন । অঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যম, অনামিক, কনিষ্ঠ –পাচটি দেবকন্ত ইন্দ্রসভায় নাচ দেখাবার জন্যে নটাচার্য ভরত মুনিকে ধরে পড়ল —মশায়, উর্বশী, মেনকা, রম্ভ, তিলোত্তম, অলক্ষুষা এরাই চিরকাল ইন্দ্রসভায় নেচে বাহাদুরি নেবেন, আর আমরা কোনো কালেই কলকি পাব না –এ কেমন কথা ? নাচ শিখে দেবসভায় যদি নাচড়েই না পেলুম তবে এমন বিছে শিখে লাভ ? বাচ্চ বিদ্যাধরীদের দরখাস্ত শুন ভরতমুনি বললেন —আহ. তোমরা বুঝছ না ইন্দ্র বড়ো শক্ত সমঝদার। আরো কিছুকাল Qぬ>