পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালকেরা চলে দেখে গর্গমুনি বললেন –‘আরে র' র আমিও যাব— কি জানি কী উৎপাত করে উপদেবতারা এক ঘরে বুড়োকে পেয়ে ? ক্রোধে মহামুনি চলেছেন সত্বর বাহাত্তরে গর্গমুনি নড়িতে দিয়া ভর | উড়ি পড়ি চলে গর্গরী, নিবার বল্কল কমণ্ডল উল্লম্বর। এ দিকে — নিশি না পোহাতে নগর অযোধ্যায় শয্যা ছাড়ি গা তোলেন হরিশ্চন্দ্র রায় । ফুলটুঙ্গির ঘরে দেয়ান বসিল বিশ্বামিত্র উপস্থিত —খবর পৌছিল । জ্বলন্ত অনল যেন দণ্ডহস্ত তপোধন, ভয়ে ত্রস্ত হরিশ্চন্দ্র করেন অভ্যর্থন । ‘আইসেন আইসেন বৈসেন বৈসেন লয়েন কুশাসন। সফল হইল গুহ সফল জীবন মম ঘরে আইলা মুনি গাধির নন্দন। বিশ্বামিত্র মহারাগত হয়ে বললেন —‘কে বসে তোমার ঘবে —কে চায় কুশাসন । রাজা নিজের হাতে রূপার সিংহাসন আগিয়ে দিতে সেটা পায়ে ঠেলে মহামুনি বললেন –‘আমি বান্ধিনু পঞ্চকন্যা –ছাড়িলে কী বলে ? রাজা তখন বললেন, মৃগয়া করিতে আমি গিয়াছিন্ন বন, মুগ চাহি ফিরিতে শুনি করুণ ক্রন্দন । \> e o