পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কামার বুড়ে ছিল পাশে, সে বলে উঠল একটু খোড়াচ্ছে r বছিমশাই, দোকানে নিয়ে যাবেন — পায়ের কঞ্জার দু-একটা খিল ঠুকে দেব ? —বেঁচে থাক আমার “বাতারি” ? বলে বদ্যি তো বাড়ি যান । , দালাল আর একটি দাসীকে কাঠগড়ায় টানতে টানতে এনে বললে –‘হর্জন, কিন্তু প্রিয়বাদী –কারু শত্রুও নয়, মিত্রও নয়! রাজবাড়ির নট তাকে পঞ্চাশ টাকা পণে কিনে নিলে । এমনি একুটির পর একটি দাসী বিকোতে বিকোতে— স্ত্রী লইয়া এল রাজা হাটের ভিতরে, দাসী কিন দাসী কিন’ ডাকে উচ্চৈঃস্বরে। তখন দাসী-হাট ভাঙে ভাঙে, কেউ খরিদদার আসে না, এমন সময় এক বৃদ্ধ ব্রাহ্মণ উপস্থিত বৃদ্ধ বিপ্র পণ্ডিত সাধুজন ছিল তার একটি দাসীর প্রয়োজন । ব্রাহ্মণকে দেখতে যেন পাক। আমটি —ও কামানো মাথায় একটি টিকি আছে টিকটিকির ল্যাজের মতে, তাতে একটি ফুল বাধা । গায়ে নামাবলি, পায়ে খড়ম, হাতে মাছের চুবড়ি। রাজা রানী তাকে প্রণাম করলে ব্রাহ্মণ বললেন— ‘দেখ বাপু, ব্রাহ্মণ সজ্জন, এসব স্থানে করি না গম গমন – কি করি বৃদ্ধ ব্রাহ্মণীর একটি দাসীর প্রয়োজন।’ 3) هونا