পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বশিষ্ঠের উপর চটে রইলেন। শতপুত্র আর যত মূখ শিস্য নিয়ে খুব কড়াহাতে বিশ্বামিত্র রাজ্য শাসন করতে থাকুন; এদিকে প্রজার ঘরে ঘরে র্কাদতে থাকল – হা হা ! হরিশ্চন্দ্র মহীপাল, চরায় শূকরের পাল। রাজা রানী দাস দাসীর হাল ক্ষুদ কণা খায় রাজপুত্র বিশ্বামিত্র করে প্রভুত্ব হায় কি কপাল । এই বসুমতী, ধনধান্তবতী মুনিরে ভূপতি করিয়া অৰ্পণ শুধিলেন পণ সেই হতে শূন্য হল অযোধ্য। ভুবন । কারো নাই হর্ষ, আছে বিমর্ষ প্রজাগণ । নগর চত্ত্বর অপরিস্কার বসে না হাট বসে না বাজার— অযোধ্যার রাজলক্ষ্মী নিদ্রায় মগন । চাষীরা মাঠে ধান কাটে – রাজার নাম করে কাদে । বারুই পান বাছে –রানীর নাম ধরে কাদে । ভিখিরী গন সাধতে এসে রাজপুত্র রুহিদাসের জন্যে নিঃশ্বাস ফেলে শুধু হাতে ফিরে যায় । রাজবাড়ি হল দাস দাসী শূন্ত —রাজপরিজন সকলে ক্ষুণ্ণ –হতন্ত্রী নগরী অনাথিনী বেশে কাদে । –যেন নক্ষত্রহীন নিশ, পতিহীন নারী "শ্রীহারা তেমনি সারা রাজরাজী ’ ఆ