পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৰ্গমুনি বললেন – “কি আর বলব দাদা — রাজধর্ম রাজার, যতিধর্ম মুনির দুষ্ট'নৌকায় পা দিয়ে ডুবেছে জেনে স্থির।’ শিষ্যের বলে একে-ওকে — —‘এ তো বড় দায় রাজ কার্যে অযোধ্যায় – জপ তপ সব হৈল নষ্ট ! ছাডি তো রাজা কই ছাড়ে কার্য নিরুপায়, ঢুকে কর্ম খাচায়, ইন্দুরের প্রায় ইতো নষ্ট ততো ভ্রষ্ট ’ গর্গ বললেন – ‘আমি তো বলি — বশিষ্ঠে বলি পাঠাও সম্প্রতি হরিশচন্দ্রে আপন রাজ্যে বসান • গতি । বিশ্বামিত্র বললেন —“কোথা আছেন হবিশচন্দ্র, যাও সেট কর নিরুপণ ? গৰ্গমুনি শিষ্যদের নিয়ে কাশীর অলি-গলি সন্ধান করেন হরিশ্চন্দ্রের দেখা নেই। এদিকে রানী শৈব্যা কুস্বপ্ন দেখলেন বিপ্র ঘরে জননী হাড়ির ঘরে বাপ, ফুল তুলিতে রাজকুমারে কাটিল কালসাপ । ᏬᎩ☾