পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রানী হঠাৎ ভয়ে জেগে উঠে দেখলেন – প্রাতঃকালে প্রকাশিত সূর্যের কিরণ, কুসুম তুলিতে চলে রাজার নন্দন ।. স্বর্ণ সাজি লৈয়া হাতে সুবর্ণ অঁাকড়ি । শৈব্যা তারে বলে গিয়া উঠে রন্ড্রারড়ি । ‘না যাইও না যাইও বাপ কুসুম তুলিতে। যে স্বপন দেখেছি রাতে পারি না ভুলিতে। ঘরে থাকরে বাপা ঘরে থাক আজ, কি জানি অভাগীর বুকে পড়ে কিবা বাজ মায়ের বচন রাখ ওরে বাছাধন ফুল তুলিতে আজ কোথা না কর গমন ।' কহিদাস বলে — ‘মাত যদি ঘরে থাকি । ব্রাহ্মণ দেবে না অন্ন তাও জান নাকি ?” মা বলে –‘ওরে আমি অন্ন দিব তোরে নিজে থাকি উপবাসী ।” না রাখিল রুহিদাস মায়ের বচন, কুসুম তুলিতে যায় রাজার নন্দন । রাজ ঘাটের কাছে অযোধ্যা রাজের মঠবাড়ি, অরি বাগানে রুহিদাস ফুল তুলছে লয়ে কারি। নানাঙ্গাতি ফুল জাথি যুথি মল্লিকা রঙ্গন, পারিজাত শেফালিকা করবী কাঞ্চন । , অশোক কিংশুক অতসী কেশব তোলে চম্পক আকন্দ বকুল টগর --যত লয় মন | J9)\9