পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই ছিল রথ ইন্দ্রপুরে এই পড়ল নেমে আস্তাকুঁড়ে করতে ছিলুম রথে স্বশরীরে স্বৰ্গারোহণ এখন দেখি যে ঘুরে ঘুরে রথের হচ্ছে অবরোহণ ; লাগছে যেন আপাদমস্তক শিরে ঘুর্ণন —র্কাচাগুয়া মুখে পুরে, কর্ণে পশিছে ঘর্ঘর রব র্যাত ঘুরায় যেন রথচক্র সব ঘুরুনির চোটে প্রাণ অস্থির কক্কড় শব্দে কর্ণ বধির দেখা নাই অপসরীর কিন্নরীর চিল শকুনী উড়ছে দূরে ব্যোম হল আবরণ –একেবারে পড়লেম ঘুরে । —‘নচ দৈবাৎ পরম বলম নারদ মুনি বলেন নাকি সুরে । তখন কালু হাড়ি বললেন লাঠি তুলে – ‘অলপেয়ে নারদে কোথা যাও একে বেঁকে ? কেড়ে নেব এখনি টেকি লেলিয়ে দেব কুকুর খেকি আসল স্বর্গের বদলে চালাবে মেকী ” ভালমন্দ না বলেন রাজা হইয়া কাতৰু মাঝপথে আটকা পড়ে সকলে ফাপর —‘রথ নামালে যেমন, রথ ওঠাও এখন ছেলের হাতের মোওয়া পেয়েছ একি ? —কালুদ্ধ ভয়ে আলুথালু নারদ তপোধন হরিশ্চন্দ্র রাজার দোহাই পাড়েন ঘন ঘন রাজ বলেন ‘বোঝা গেল, ছল পাতলেন মধুসূদন কাজ নেই স্বর্গে, কাজ নেই মর্তে মাঝ পথেই রই লইয়া স্বগণ । ৬২৮